Imtaimurbd

Header ADS

A Great Poetry || Life And Me || Sharifa Akter Hena || জীবন আর আমি || শরিফা আক্তার হেনা || Emotional Poetry || Imtaimurbd

জীবন আর আমি

লেখিকা : শরিফা আক্তার হেনা

 

জীবন চলছে তার আপন গতিতে

সময় সে তো বিরামহীন ।।

 

কেবল আমিই থমকে আছি

একই স্টেশনে, একই কামরায়

যেখানে প্রাণের সচল নেই

নেই কোনো পদধ্বনি ।।

 

ঠিক যেন মাস্টারমশাইদের নষ্ট দেয়ালের ঘড়িটার মতো,

কাঁটা গুলোর ন্যায় আমি আজ মরিচা ধরা।

মিথ্যে শান্ত্বনায় ভারী নিঃশ্বাস ফেলা আমি,

যে নিঃশ্বাসের প্রতিটা রন্ধ্রে ছিল প্রতীক্ষার বাস

আজ তাও ফুরালো।

জীবন চলছে তার গতিতে।

 

আমি আজও দাঁড়িয়ে

যেনো কোনো রং ওঠা দেওয়ালের মতই,

অচল আমি।

হয়তো আর পুনঃর্নির্মাণ হবে না

তবুও এক দাড়ি কমাহীন প্রত্যাশা ।।

 

মাকড়সার ঘন জালের মতোই জড়িয়ে আছে ,

কিছু রিক্ত মায়া।

কিছু শুভাকাঙ্খী হওয়া কানে কানে বলে যায়-

(কেন এই বরণডালা, কেন এই জাগরণ

কোলাহল থামবে না, খোলা এই আবরণ)

তবে আমি আজও বসে আছি

তুমি আসলে পুরানো খিরকিটা আবার খুলবো বলে ।।

 

 

 

 

Life and Me

  Author: Sharifa Akhter Hena

 

 Life goes on at its own pace

 Time is non-stop.

 

 Only I am at a standstill

 In the same station, in the same room

 Where life is not moving

 No footsteps.

 

Just like the broken wall clock of the masters,

Like the thorns, I and today are rusty.

 I breathed a sigh of relief in a false peace,

There was a waiting room in every nook and cranny of that breath

 Today it is over.

Life goes on at its own pace.

 

I still stand today

 Like a painted wall,

 I'm useless.

Maybe there will be no more reconstruction

Still a beardless expectation.

 

Entangled like a spider's web,

Some empty love

Some well-wishers can say by ear-

(Why this welcome, why this awakening

Don't stop the noise, open this cover)

But I am still sitting today

You actually say you will open the old feelness again.



No comments

Theme images by RBFried. Powered by Blogger.